কাশিয়ানীতে পাল্টাপাল্টি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৩, ২০:২২

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে পাল্টাপাল্টি ভাবে ছাত্রীরীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

জানাগেছে,ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে ছাত্রলীগের নেতাকর্মীরা আলাদা করে পাল্টাপাল্টি কর্মসুচি হাতে নেয়।

বেলা সাড়ে ১০ টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা ও সাধারন সম্পাদক শেখ মাসুমের নেতৃত্বে উপজেলা চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পস্তাবক অর্পন শেষে একটি র‍্যালী বের করে।

অন্যদিকে,কাশিয়ানী এমএ খালেক বিশ্ববিদ্যালয় কলেজ সংসদ,ইউনিয়ন ছাত্রলীগ,উপজেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা আদালা কর্মসুচি পালন করে। এসব অঙ্গ-সংগঠনের পক্ষে নেতৃত্ব ছিলেন কলেজ সংসদের ভি.পি মোঃ মোর্শেদ,সদর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাব্বির হোসেন মুন্সি সুজিত ,মোঃ ফয়সাল বিন ফিরোজ, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রইসুল ইসলাম রইচ, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সুমন মুন্সি,মোঃ তুহিন খান।

তারা বেলা দুইটায় তাদের কর্মসুচি শুরু হয়। তাদের নেতৃত্বে শত শত নেতাকর্মীরা প্রথমেই উপজেলা চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পস্তাবক অর্পন শেষে একটি শোভাযাত্র বের করে।

শোভা যাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা কেন্দীয় শহীদ মিনারে শেষ করে।

যাযাদি/সৌলভ