টঙ্গীতে যুব প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন নগদ অর্থ ও সনদপত্র বিতরণ
প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৩, ১৮:৫৮

টঙ্গী যুব প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন প্রশিক্ষণাথী দের মাঝে নগদ অর্থ ও সনদ পএ বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার টঙ্গীর হোসেন মার্কেট ইউনাইটেড শপিং কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা মনসুরুল ইসলাম মিলনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক আজাহারুল ইসলাম খান, পরিচালক প্রশাসন আব্দুল হামিদ খান, উপ পরিচালক মোঃ হারুন অর রশীদ খান।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ভারপ্রাপ্ত আলহাজ্ব আসাদুল রহমান কিরন, সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মনিরুজ্জামান,টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা, ৪৬ ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, ৪৯ ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদ, আলহাজ্ব জয়নাল আবেদিন,সাবেক কাউন্সিলর মোঃ সেলিম মিয়া, টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস কলেজ ইনচার্জ মাহাবুব উল আলম,শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মেদ, সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ সহকারী প্রধান আবুল কাশেম, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, যুবলীগ নেতা মোঃ বিল্লাল হোসেন মোল্লা, মামুনুর রশীদ মোল্লা, আক্তার সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে টঙ্গী যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, প্রশিক্ষনাথী দের মাঝে নগর অর্থ ও সনদ পএ বিতরণ করা হয়েছে।
যাযাদি/ এম