বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সক্ষম ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তকরণ ফলো-আপ সভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৩, ১৩:০৮
আপডেট  : ২৫ জানুয়ারি ২০২৩, ১৩:১২

জামালপুরের ইসলামপুরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তকরণ ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উন্নয়ন সংঘের আয়োজনে এনএসভিসি প্রজেক্টের বাস্তবায়নে এ ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এম এম আবু তাহেরের সভাপতিত্বে এসময় সমাজ সেবা কর্মকর্তা রহুল আমিন,আরএমও ডাঃ আরিফুর রহমান রনি,উন্নয়ন সংঘের জেডিসিসি কর্মকর্তা মনোয়ারা পারভীন, পারি'র প্রকল্প ম্যানেজার কমল পাল,সমাজ কর্মী আবুল বাসার, জেডিপিওডি'র নির্বাহী পরিচালক মিজানুর রহমান, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন বক্তব্য রাখেন।

এনএসভিসি প্রকল্পের কো-অর্ডিনেটর বিজন কুমারের সঞ্চালনায় বক্তারা সঠিক প্রতিবন্ধী ব্যাক্তিদের তালিকায় অন্তর্ভুক্তকরণ সহ তাদের সেবা নিশ্চিত দোরগোড়ায় পৌঁছাতে প্রত্যয় ব্যাক্ত করে সকলকে এক যুগে কাজ করার আহবান জানান।

এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে