‘এহন নতুন কম্বল গায় দিয়া আরামে ঘুমাইতে পারুম’

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ১৩:২৯

স্টাফ রিপোর্টার ভোলা

 স্বামী ও পোলা-মাইয়া (ছেলে-মেয়ে) কিছুই নাই। দুনিয়াতে আপন বলতে কেউ নাই। পরের বাড়িতে ওরকাইত থাহি। মাইনষের তোন খুইজা খাই। শীতে রাইতে ছেড়া খাতা গায়ে দিয়া ঘুমাইতে পারি না। এহন নতুন কম্বল গায় দিয়া শান্তিতে ঘুমাইতে পারুম। যারা কম্বল দিছে আল্লাহ তাগো ভালো করুক। ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যলায় থেকে নতুন কম্বল পেয়ে অশ্রুসজল নয়নে কথাগুলো বলছিলেন সত্তোর্ধ বৃদ্ধা রেনু বেগম। রেনু বেগমের নিজের কোনো যায়গা-জমি ও বাসস্থান নেই। স্বাধীনতার আগে তাঁর স্বামী ও একমাত্র ছেলের মৃত্যু হয়। নিজের ঘরভিটাটিও মেঘনার ভাঙনে বিলীন হয়েছে বহু বছর আগে। সে এখন অন্যের জমিতে থাকেন। নতুন কম্বল পেয়ে তাঁর মুখে হাঁসি ফুটে। আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এরফানুর রহমান মিথুন মোল্লার নিজ উদ্যোগে চার শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিল এরফানুর রহমান মিথুন মোল্লা, বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন জুয়েল, সহ-সভাপতি শ্যমল কর্মকার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তানবির আহমেদ রনি, ফরহাদ হোসেন প্রমূখ।
এসএম