গোবিন্দগঞ্জে গাড়ি চালকদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা মুলক আলোচনা সভা

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ১৫:০৩

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাড়ি চালকদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা। গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশের আয়োজনে স্থানীয় সোহেল মোটর ড্রাইভিং সেন্টারে বুধবার সকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, পরিদর্শক চন্দন,সোহেল মোটর ড্রাইভিং স্কুলের স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা,ম্যানেজার জাহাঙ্গীর আলমসহ অন্যান্য বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি চালকদের সচেতনতামূলক নানা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, ড্রাইভিং একটি সম্মানজনক পেশা। যেটি আমাদের দেশেও আস্তে আস্তে সম্মান অর্জন করছে। কিন্তু বেকার যুবকরা যদি এই পেশায় আত্মনিয়োগ করে তবে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে এবং জাতি স্বনির্ভর হবে।

যাযাদি/ এস