মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রামগড়ে দুটি পরিবাকে ঘর নির্মাণ করে দিল বিজিবি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৩, ১৫:১২

খাগড়াছড়ির রামগড় উপজেলার তৈচালাপাড়া এবং নূরপুর এলাকায় বসবাসরত গৃহহীন দুই পরিবারকে নতুন বসতঘর নির্মাণ করে দিয়েছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি'র)রামগড় জোনের ব্যবস্থাপনায় এ ঘরদুটি নির্মাণ করা হয়।

বসবাসের জন্য বুধবার(২৫ জানুয়ারী) দুপুরে সংশ্লিষ্টদের নিকট ঘরের চাবি হস্তান্তর করেন রামগড় জোন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃকর্ণেল মো. হাফিজুর রহমান।

এসময় তিনি বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে