গাজীপুরে ট্রাক চাপায় নিহত ১

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ১৯:২৭

গাজীপুর (সদর) প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলায় ট্রাক চাপায় নাহারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত নাহারুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দক্ষিন ফিলিপনগর গ্রামের তফসিরুল ইসলামের ছেলে।

তিনি ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় বানিয়ারচালা মেম্বারবাড়ি মিনিম্যাক্স লিঃ, (এল জেড গ্রুপ) কারখানায় সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল পৌনে ৮টায় দিকে ভবানীপুর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইসাইকেল যোগে কারখানায় যাওয়ার পথে মেম্বারবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা ময়মনসিংহ গামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট -১৩-১৮৫৩) পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাওজোর হাইওয়ে থানার (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার সহ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


যাযাদি/এসএস