আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশনের আয়োজনে “সামাজিক ও নৈতিক উন্নয়নে ইসলাম” শীর্ষক সেমিনার

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ২০:০৫

স্টাফ রিপোটার কুমিল্লা

কুমিল্লায় “সামাজিক ও নৈতিক উন্নয়নে ইসলাম” শীর্ষক সেমিনারের অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক ছিলেন দেশবরন্য ইসলামী স্কলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক শায়খ ডক্টর মোহাম্মদ মানজুরে ইলাহী।

মঙ্গলবার সদর দক্ষিণের বড়চর এলাকায় আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশন আয়োজিত এ ব্যাতিক্রমী ইসলামী জলসায় মুসুল্লীদের ঢল নামে। রাত ৯ টা থেকে রাত ১০ পর্যন্ত  প্রধান আলোচক শায়খ ডক্টর মোহাম্মদ মানজুরে ইলাহী বাস্তবধর্মী বিভিন্ন প্রসঙ্গে ওয়াজ করেন। পরে প্রায় ঘন্টাব্যাপী তিনি মুসুল্লীদের বিভিন্ন ইসলামী প্রশ্নের উত্তর দেন এবং কিছু বিতর্কিত বিষয় নিয়ে কোরআন হাদিসের আলোকে সমাধান তুলে ধরেন।

 আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট জনেরা অংশ নেন।
উল্লেখ্য, শিক্ষা ,স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ২০২১ সালে প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী প্রতিষ্ঠান আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশন। করোনাকালে এ প্রতিষ্ঠানের মানবিক উদ্যেগ এলাকায় বেশ প্রশংসা পায়।

এদিকে এ বছরের শুরুতে আবদুর রহমান ফাউন্ডেশন সপ্তাহব্যাপী তিনটি জনকল্যানমূলক কর্মসূচির আয়োজন করে। গত ২০ জানুয়ারী (শুক্রবার) দিনব্যাপী ২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এলাকার প্রায় দুই হাজার লোককে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডা. নিস্বর্গ মেরাজ চৌধুরী। গত ২২ জানুয়ারী (রবিবার) ফাউন্ডেশন আয়োজিত ১৭১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা, সনদ ও ক্রেস্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান রিপনসহ অতিথিবৃন্দ।
যাযাদি/ এম