১০ দফা দাবীতে ফেনীর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ২০:১১

ফেনী প্রতিনিধি

ফেনী শহরের  ইসলাম পুর  রোড়ে বুধবার বিকেলে  ফেনী জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে  গনতন্ত্র  হত্যা দিবসে গনতন্ত্র  পুনরুদ্ধারে  ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ  সমাবেশ অনুস্টিত হয়েছে। 

ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করতে হবে,  তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি চাই,বিদ্যুৎ ,গ্যাস,নিত্যপণ্যের দাম কমাতে হবে  এ শ্লোগানকে সামনে রেখে বিএনপির প্রতিবাদ সমাবেশের  নেতারা  বক্তব্য রাখেন। 

ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন,ফেনী সদর উপজেলা বিএনপির, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির,সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু,ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া,ফুলগাজী  উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম ভিপি স্বপন,পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহীম খলিল মনি,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি বেলাল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ সহ প্রমুখ। 

উপস্থিত ছিলেন, বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
যাযাদি/ এম