ম্যাজিস্ট্রেট সুপারিশপ্রাপ্ত আবু বকরকে এমপি ও উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৩, ১০:২৬

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

১৫শ বিজেএস পরীক্ষায় সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ প্রাপ্ত দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামের সরকার বাড়ির শুভ সরকারে কনিষ্ঠ পুত্র আবু বকর সরকার কে কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনে সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব আব্দুল হালিম সরকার। সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ প্রাপ্ত আবু বকর সরকার সকলের নিকট দোয়া কামনা করেন ।
এসএম