হাজং মাতা রাশি মণি‘র  প্রয়াণ দিবস মঙ্গলবার

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:৩১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

বৃটিশ বিরোধী আন্দোলন তথা টংক আন্দোলনের মহিয়সী নারী শহীদ হাজংমাতা রাশিমণি’র ৭৭তম প্রয়াণ দিবস মঙ্গলবার। এ উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি দু’দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান মালার আয়োজন করেছে।

সীমান্তবর্তী বহেরাতলী গ্রামে হাজংমাতা রাশিমণি স্মৃতি সৌধ প্রাঙ্গনে কবিতাপাঠ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন টংক আন্দোলনের কিংবদন্তি নারী কুমুদিনী হাজং। একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখবেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সমাজসেবক ডা. দিবালোক সিংহ, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, রেভারেন্ট ফাদার ফিদেলিশ নেংমিনজা, আদিবাসী লেখক ও গবেষক শরদিন্দু সরকার (স্বপন হাজং), হাজং নেতা বিপুল হাজং, পল্টন হাজং প্রমুখ।
এসএম