গফরগাঁওয়ে  ইসলামিয়া সরকারি হাই স্কুলে নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:৩৭

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামিয়া সরকারি হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত  হয়েছে।

সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সিব্বির আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  সিনিয়র শিক্ষক আবুল কাশেম,শহিদুর রহমান,নাজমা বেগম প্রমুখ ।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিব্বির আহাম্মেদ বলেন,শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং মেধা ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে ।

তিনি আরও বলেন গুরুজনের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালবাসা থাকলে জীবন গড়ার কাজে সব চেয়ে বেশী ভূমিকা রাখে। 
এ বছর ইসলামিয়া সরকারী হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে এ পর্যন্ত ১২০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে ।
এসএম