বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চন্দনাইশে কাঠ পোড়ানোর দায়ে ২ ইটভাটাকে জরিমানা 

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:৫৮

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকায় ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর দায়ে ২ ইট ভাটাকে জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত । রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিছমিল্লাহ ব্রীকস ও বার আউলিয়া ব্রীকস নামে দুই ইটভাটা কে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নাছরীন আক্তার জানান, ভবিষ্যতে আর কাঠ ব্যবহার করবে না মর্মে মুচলেকা নিয়ে প্রথম বারের মতো ছেড়ে দেয়া হয়েছে। আদালতের নির্দেশনা না মেনে কাঠ পোড়ানোর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে