শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ 

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৩, ১৫:০৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে হোটেল ও রেঁস্তোরার কর্মজীবিদের পরিস্কার পরিচ্ছন্নতা, পরিচ্ছন্ন খাবার পরিবেশনের গুরুত্ব বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্ধোধন করা হয়েছে । গফরগাঁও উপজেলা পরিষদের আয়োজনে ইউজিডিপি ও জাইকা সহযোগিতয় সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার , ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুছ, প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ডেভেলপমেন্ট কর্মকর্তা (ইউজিডিপি) মোঃ মনির উদ্দিন নিশাত। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আতিকুর রহমান দুইদিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে