গাইবান্ধা জেলা জামায়াতের আমীরসহ গ্রেপ্তার ২

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৯

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা জামায়াতের আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান। এর আগে বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল করিম লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মছিব উদ্দিনের ছেলে।

ওসি জানান, ভোর রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি খোলাহাটি ইউনিয়নের একটি মসজিদে বসে নাশকতার পরিকল্পনা করছিল আব্দুল করিমসহ বেশ কয়েকজন জামাত নেতা। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালানোর আগেই তারা মসজিদ থেকে পালিয়ে যায়। পরে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে  মামলা করে পুলিশ।

এছাড়াও বিস্ফোরক মামলায় সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে একই ইউনিয়নের  উত্তর ধানগড়ার আবদুল মতিনের ছেলে।

যাযাদি/ এস