কুষ্টিয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অস্ত্রের আঘাতে ব্যবসায়ী খুন
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৪
কুষ্টিয়ারকুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুররাজ্জাক (৪০) নামের ঔষধ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত রাজ্জাক চর জগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে। এ ঘটনায় নিহত রাজ্জাকের চাচা সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার(০২ ফেব্রুয়ারী) সকালে কুমারখালীজগন্নাথপুরইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
এলাকাবাসীসুত্রে জানা যায়, ঔষধ ব্যবসায়ীআব্দুররাজ্জাক এর চাচা সাবেক ইউপিসদস্যর কাছে একই এলাকার হাচেন মুন্সির ছেলে জহুরুল মুন্সি বৃহস্পতিবার সকালে পাওনা সাতশত টাকা চাইলেউভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময়জহুরুল সহ তার পরিবারের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে হামলা করলে রাজ্জাক ফালা বিদ্ধ হন এবং তার চাচা জাবেদ গুরুতর আহত হন। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনিয়ে গেলে কর্তব্যরতচিকিৎসকরাজ্জাককে মৃত ঘোষণা করেন এবং জাবেদ আলীর অবস্থা আশংকাজনকহওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিষয়টিরসত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মহসীনহোসাইনযায়যায়দিনকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজ্জাক নামের ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। ইতিমধ্যে এলাকায়আইনশৃঙ্খলারক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
যাযাদি/ এস