বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘোড়াঘাটে সরকারি গাছ কাটার অভিযোগ প্রতিকার নেই

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৭

দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার ধারে লাগানো সরকারি গাছ কাটার অভিযোগ এক বছর অতিবাহিত হলেও এখনো কোন প্রতিকার হয়নি অভিযোগ বাদীর।

অভিযোগকারী সাংবাদিক একরামুল হক তার অভিযোগে উল্লেখ করেছেন, উপজেলার ০৪ নং ঘোড়াঘাট ইউপির অন্তর্গত বানিয়াল মৌজা হতে করঞ্জি মৌজার শেষ পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়ে ২০১৮-২০১৯ অর্থ বছরে প্রায় এক হাজার ইউক্যালিপটাস গাছের চারা রোপন করা হয়। যাহা ভোক্তা তত্বাবধানে বাস্তবায়ন করে গ্রামীন কৃষি ফাউন্ডেশন।

এসব গাছ কিছু পরিপক্ক হলে উপজেলার করঞ্জি দিঘিপাড়া গ্রামে দিলজার রহমান ওরফে নুরু ও লুৎফর রহমান সহ সঙ্গীয় লোকজন নিয়ে দিন দুপুরে প্রকাশে ১৪০টি মূল্যবান ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। এ ব্যাপারে সাংবাদিক একরামুল হক বাদী হয়ে দিনাজপুর জেলা প্রশাসকে লিখিত অভিযোগ করেন। কিন্তু অদ্যবধি এ অভিযোগের কোন প্রতিকার হয়নি বলে জানান অভিযোগকারী।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে