মহেশখালীর সোনাদিয়ায় স্থানীয় তিন জলদস্যুকে আটক

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৬

মহেশখালী প্রতিনিধি

মহেশখালী দ্বীপের উপদ্বীপ কতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে তিন জন চিহ্নিত জলদস্যুকে বিপুল পরিমান বিস্ফুরক দব্যসহ আটক করে পুলিশের একটি চৌকস টিম ৷

বুধবার (১জানুয়ারি) রাতে গোপন সূত্রের ভিত্তিতে মহেশখালী থানার চৌকস টিমের বিশেষ অভিযানের নেতৃত্ব এসআই আবুবক্কর ও ফরাজুল ইসলাম ৷

সূত্র জানায়, কুতুবজোমের ঘটিভাঙা এলাকায় বোট ডাকাতির সাথে জড়িত কিছু লোক  ঘটিভাঙ্গা মন্জুর ডাকাতের ঘরে কিছু ডাকাত অবস্থান করিতেছে পুলিশকে জানালে, পুলিশের চৌকস টিমসহ উক্ত ঘরে অভিযান পরিচালনা করলে ১। জাফর আলমের পুত্র মোঃ কাইছার (১৯), আব্দুল মালেকের পুত্র মোঃ সোনা মিয়া (১৯) উভয়ে তাজিয়াকাটা গ্রামের কুতুবজোমের বাসিন্দা ৷ এ সময় পালিয়ে যাওয়ার সময় ঘটিভাঙ্গার মকবুলের পুত্র তারেক (২৬)কে আটক করা হয়। ডাকাতদের থানা হেফাজতে নিয়েছে ৷

আরো জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের থেকে ০২টি দেশীয় তৈরী একনলা বন্ধুক, ০১টি দেশীয় তৈরী এল জি, ০২টি কিরিস, ০১ টি দা, ১০টি মোবাইল, হাতঘড়ি ২টি ও ফিশিং বোটের ইঞ্জিনের সেলফ উদ্ধার করা হয়। ধৃত আসামীরা ফিসিং বোটটি ডাকাতি করে মর্মে স্বীকার করে।

মহেশখালী থানার ওসি (তদন্ত) আব্দুরাজ্জাক দৈনিক যায়যায়দিন 'কে বলেন, অভিযানিক দল ঘটনাস্থল থেকে ১৬ জন ভিকটিমকে উদ্ধার করে। এ সংক্রান্তে মহেশখালী থানায় অস্ত্র মামলা ও কক্সবাজার সদর থানায় ডাকাতী মামলা রুজু প্রক্রিয়াধীন।


যাযাদি/এসএস