ভাঙ্গায় কুমার নদের উপর এ আর ভূইয়া সেতু উদ্বোধন করলেন নিক্সন চৌধুরী

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৮

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

একটি ব্রিজ নির্মাণের ফলে ভাঙ্গায় দুই ইউনিয়নের দুই গ্রাম মানুষের মধ্যে সেতুবন্ধনের সৃষ্টি হয়েছে।ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদের উপর নির্মিত মহান মুক্তিযুদ্ধের সংগঠক এ আর ভূইয়ার নামে ব্রিজ উদ্বোধন করলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সেতুটি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা ও ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের সংযোগস্থলে নির্মিত হয়েছে। 

শুক্রবার বিকেল চারটার দিকে এ সেতুটির উদ্বোধন করা হয়। এ সময় নিক্সন চৌধুরী এমপির সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবি , সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের বাসিন্দা আক্কাস আলী বলেন, পূর্বে আমাদের অনেক পথ পাড়ি দিয়ে ঘারুয়া বাজার ঘুরে ভাঙ্গায় যেতে হতো । সেতুটি হওয়ার পরে আমরা সহজেই কৃষি পণ্য নিয়ে ভাঙ্গাসহ দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবো। উক্ত গ্রামের গৃহবধূ আমিনা বেগম বলেন, রাত বিরাতে কেউ অসুস্থ হলে আমরা এখন সহজেই গাড়িতে ভাঙ্গা হাসপাতালে যেতে পারবো
এসএম