নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে ২৯টি মিয়ানমার গরু আটক
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৮

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন বার্মিজ ২৯ টি গরু আটক করা করা হয়েছে।
শুক্রবার ও শনিবার গভীর রাতে বিভিন্ন সময়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোনের নাঃ সুবেঃ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্য সহ বিশেষ টহল অভিযান পরিচালনা করে রামুর ঈদগড় ঘোনা নামক স্থান হতে মালিকবিহীন ২৭ টি বার্মিজ ষাড় গরু আটক, এবং নাইক্ষ্যংছড়ির ১১বিজিবির অধিন্থ সীমান্ত এলাকা থেকে দুটি সহ মোট ২৯টি মিয়ানমারের গরু আটক করতে সক্ষম হয়।
নাইক্ষ্যংছড়ি বিজিবির এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অনেকেই।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি র অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল করিম বলেন সীমান্ত সু রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ করতে বিজিবির এই অভিযান অব্যাহত রয়েছে।
যাযাদি/ এম