জাফলংয়ে বেসরকারি শিক্ষকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনী

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেন শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দুইদিন ব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

লাখেরপাড় সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সমন্বয় পরিষদ জাফলং এর ব্যবস্থাপনায় হামিদা আলী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠানে সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক ও হামিদা আলী বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সরোয়ার হোসেন ছেদুর সভাপতিত্বে এবং যুব নেতা রমজান মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় সনদ পত্র বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালা শেষে রবিবার বিকেলে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, লাখেরপাড় সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন সুরুজ, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ছরোয়ারদী, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি সদস্য আব্দুল আওয়াল, বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলী প্রমুখ।

দুইদিন ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, বলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রইছ উদ্দীন, জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া আক্তার ও সহকারি শিক্ষক হাসনা বেগম।

৪-৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় পূর্ব জাফলং ইউনিয়নের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের ৪৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।
যাযাদি/ এম