মধুপুরে বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৩

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে নিরাপদ খাবার ও সেবা নিশ্চিত করণে হোটেল মালিক শ্রমিকদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি সোমবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন  এজেন্সি (জাইকা)'র সহযোগিতায় এ প্রশিক্ষণ  হয়েছে। 

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যষ্ঠিনা নকরেক, জাইকার প্রতিনিধি হাফিজুর রহমান, মধুপুর  প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
    
প্রশিক্ষণে মধুপুরের বিভিন্ন হোটেলের ৩০ জন  মালিক ও শ্রমিকরা অংশ গ্রহন করে। প্রশিক্ষণে খাবার পরিস্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্য বিধি, মূল্য তালিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

যাযাদি/ এস