চিরকুট লিখে আত্মহত্যা করল নিরাপত্তা প্রহরী

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৫

যাযাদি ডেস্ক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিস থেকে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) কাজী জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উপজেলার জামতৈল পূর্ব বাজারের পল্লী বিদ্যুৎ অফিস থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি বগুড়ার ঠনঠনিয়া এলাকার আব্দুস সামাদের ছেলে আব্দুল আলিম (৪৯)।

জেনারেল ম্যানেজার (এজিএম) কাজী জসিম উদ্দিন জানান, রোববার রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আলিম। সোমবার সকালে ভবনের নিচতলার মুদি দোকানদার অফিসের ভেতরে আলিমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, সোমবার সকালে খবর পেয়ে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিসি ফুটেজ দেখে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি অধিক ঋণগ্রস্ত ছিলেন বলে উল্লেখ করেছেন।

যাযাদি/ এস