বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইন্দুরকানীতে বিএনপির ১০ নেতাকর্মী জামিন বাতিল করে কারাগারে প্রেরণ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৮
আপডেট  : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪০

পিরোজপুরের ইন্দুরকানীতে বিষ্ফোরক আইনের মামলার ৬৪ জন হাজিরা দিতে গেলে কোর্ট ইন্দুরকানী উপজেলা বিএনপি নেতা কালাম সিকদার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আতিকুলইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আল-আমিন হোসেন, বালিপাড়া ইউনিয়ন বিএনপির নেতা ও বালিপাড়া ইউপি সদস্য রিয়াজুল ইসলাম, বিএনপি নেতা কালাম খান, নুরুজ্জামান, মিজান, শাহিন খান মামুন, বালিপাড়া স্বেচ্ছাসেবকদল নেতা মিরাজ সিকদারসহ মোট ১০ জনের জামিন নামঞ্জুর করে জেলে প্রেরণ তরা হয়েছে।

আসামিরা উচ্চ আদালতে জামিনে ছিলেন সোমবার ৬ ফেব্রুয়ারি পিরোজপুর আদালতে হাজিরা দিতে গেলে ১০ জনের জামিন বাতিল করে জেল হাজকে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য গত ৬ ডিসেম্বর ২০২২ তারিখে উপজেলার বালিপাড়া বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে ৬টি বোমা রিষ্ফরিত হওয়ার ঘটনায় সেইদিন রাতেই অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে ৭৪ জন নামীয় ও ৫৪ জন অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছিল।

এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে