এসিল্যান্ডেদর হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ, আর্থিক জরিমানা

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৯

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালীতে বাল্যবিবাহ বন্ধ করে দিলেন এসিল্যান্ড। রবিবার সন্ধা ৬ টায়  উপজেলার নওপাড়া ইউনিয়নের পিছলিয়া  গ্রামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় বিবাহ বন্ধ ও জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা।

উপজেলা প্রশাসনের তথ্য মতে,  মধুখালী থানা পুলিশ ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওপাড়া ইউনিয়নের পিছলিয়া গ্রামের মোঃ আতিয়ার মোল্যার বাড়িতে বাল্য বিবাহের তথ্য পেলে ঘটনাস্থলে পুলিশের অভিযান পরিচালনা করা হয়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, আমরা বাল্য বিবাহের অনুষ্ঠানের তথ্য পেয়ে বাড়িটিতে অভিযান চালিয়ে বর মোঃ রহিম শেখকে আটক করে উপজেলার প্রশাসনের  নিকট সপর্দ করি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা বলেন, মেয়ের বিবাহের বয়স পূর্ণ না হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) নং ধারায় বড়পক্ষ কালপোহা ইউনিয়নের নিখড়িয়া গ্রামের মোঃ লাল চান শেখের ছেলে মোঃ রহিম শেখকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মেয়ের বয়স পূর্ণ হবার পূর্বে বিয়ে দিবেনা মর্মে কনের বাবার মুচলেকা নেয়া হয়।

যাযাদি/ এস