রাজস্থলীতে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৩

রাজস্থলী প্রতিনিধি

চতুর্থ পর্যায়ে ২২/২৩ এর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পার্বত্য রাঙামাটি জেলার দূর্গম রাজস্থলীর তিন টি  ইউনিয়নের যখাক্রমে  বাঙালহালিয়া ইউনিয়ন, গাইন্দ্যা  ও ঘিলাছড়ি ইউনিয়নে  ঘর পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। 

৬  ফেব্রুয়ারী  সকালে রাজস্থলী উপজেলা প্রধানমন্ত্রীর উপহার চতুর্থ পর্যায়ে  গৃহহীন ১৫ পরিবারের জন্য নির্মাণাধীন ঘরের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকরে সফরসঙ্গী অতিরিক্ত জেলা প্রশাসক  মোঃ ফেরদাউস, রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শান্তনু কুমার দাশ ,৩নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান  আদোমং মারমা, ১ নং ঘিলাছড়ি  ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,  উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আবু হেলাল, ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য জয়নুল তালুকদার ,গ্রাম পুলিশ সহ উপজেলার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

ঘর পরিদর্শন শেষে জেলা প্রশাসক  মিজানুর রহমান বলেন, গৃহ নির্মাণে তিনি সন্তোষ প্রকাশ করেন, এবং বর্তমান সরকার গরীব বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী সকল অসহায়দের পাশে আছে এবং থাকবেন। এ দুর্গম পার্বত্য এলাকায় গৃহনির্মাণে অনেক কষ্টকর হয়।সরকারি কাজ যাতে সুন্দর ভাবে বাস্তবায়ন হয় সে দিকে নজর রাখার জন্য তিনি পরার্মশ  প্রদান করেন। 

যাযাদি/ এস