জুরাছড়িতে দুর্যোগ ঝুঁকি নিরূপণ ও হ্রাস কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ বিষয়ক কর্মশালা

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৭

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

জুরাছড়ি উপজেলায় মৈদং ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি নিরূপণ ও হ্রাস কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় লিডারশীপ টু এনশিওর এডিকোয়েট নিউট্রিশন (লিন প্রকল্প) জেলা ম্যানেজার হিতশী খীসার সভাপতিত্বে কর্মশালার উদ্ভোধন করেন মৈদং ইউপি চেয়ারম্যান সাধনাজ নন্দ চাকমা। এ সময় কর্মশালায় প্রশিক্ষক মোঃ রফিকুজ্জামান বিশ্বাস উপস্থিত ছিলেন।

পাহাড়ে জনসাধারণকে দুর্যোগের ঝুঁকি হ্রাসের বিষয়টি সচেতনতা বৃদ্ধি করা, দুর্যোগকালীন দুর্যোগ পূর্ব ও দুর্যোগ পরবর্তী সময় উদ্ধার তৎপরতাসহ সাড়া দান অন্যান্য কাজ পাড়াবাসীরকে বিশেষ করে প্রতিবন্ধী, গর্ভবতী ও বৃদ্ধদের সহযোগিতা করা, কর্মশালায় দুর্যোগ মোকাবেলায় উপায়, কে করবে, কখন করবে, কিভাবে করবে, কোথায় করবে, বাস্তবায়নের বিবেচ্য বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় মৈদং ইউনিয়নের দুর্যোগ মোকাবেলায় খসড়া প্রয়োজনী পদক্ষেপ বিষয়ে আলোচনা ও কর্মপরিকল্পনা চুরান্ত করা হয়।  এ সময় মৈদং ইউনিয়নের স্থানীয় হেডম্যান কার্বারী ও ওয়ার্ড সদস্যগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
এসএম