ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র ফাতেমার চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

ক্যান্সারের পর সড়ক দুর্ঘটনায় পঙ্গু আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ফাতেমা (৫২) আর্থিক সংকটে চিকিৎসা অভাবে অতিকষ্টে মানবেতর জীবনযাপন করছে।

প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন। সে পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের রাজ মিস্ত্রি রেজাউল করিমের স্ত্রী। ২০২১ সালের প্রথম দিকে সে ক্যান্সারে আক্রান্ত হয়। ২ মাস আগে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময় ভ্যানের সাথে দুর্ঘটনার শিকার হয়। এ সময় তার একটি পা ভেঙ্গে যায়। প্রাথমিকভাবে চিকিৎসা নিলেও এখনও সুস্থ হতে পারেনি।জায়গা- জমি বলতে কিছুই নেই। আবাসন প্রকল্পে প্রায় ১৫ বছর যাবৎ  স্বামী ও ২ সন্তান নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছে। 

নিজের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়রসহ বিভিন্ন জনের সুপারিশকৃত আবেদন জমা দিয়েছেন। 

তার সাহায্য পাঠাবার ঠিকানা যোগাযোগ মোবাইল নাম্বার স্বামী-০১৯৮৬-০৬৪৬৫৪ ( নগদ নাম্বার -০১৯৭৭-২১৩৩১৩ )।
এসএম