চিতলমালীতে কিষাণ-কিষাণীদের প্রশিক্ষণ প্রদান

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩১

চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে কৃষাণ-কৃষাণীদের ২ দিন ব্যাপি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ধানের আধুনিক চাষ পদ্ধতি , বালাই ব্যবস্থাপনা ও কৃষক পর্যায়ে জৈব সার উৎপাদন, সংরক্ষণ এবং ব্যবহার প্রযুক্তি বিষয়ে চাষিদের সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের কৃষক হল রুমে  এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। 

গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট  সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এলাকার ৬০ জন কৃষাণ ও কৃষাণী এ প্রশিক্ষণে অংশ নেন।  এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  অতিরিক্ত পরিচালক ফরিদুল হাসান। 

বিশিষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাট খামার বাড়ির উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার মো. মোতাহার হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চিতলমারী উপজেলা কৃষি অফিসার মো. সিফাত-আল- মারুফ। 

যাযাদি/ এস