নববধুকে হেলিকপ্টারে নিয়ে আসলেন মেয়র পুত্র; উষ্ণু অভ্যর্থনা জানালেন এলাকাবাসী

প্রকাশ | ১৮ মার্চ ২০২৩, ২০:০৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

বিয়ের পর পুত্র এবং পুত্রবধুকে নিয়ে আসলেন পাইকগাছা পৌরসভার জনপ্রিয় মেয়র সেলিম জাহাঙ্গীর। শনিবার বিকাল ৪টায় বিআরবি হেলিকপ্টার যোগে সরকারি উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের ফুটবল মাঠে অবতরণ করেন মেয়র পুত্র ফিরোজ জাহাঙ্গীর রানা ও পুত্রবধু আরিবা আলম। এ সময় মেয়র পরিবার সহ উপস্থিত শত শত মানুষ ফুল দিয়ে নববধুকে বরণ করে নেন। এরপর গাড়ি যোগে বাসায় পৌছান, তারপর পালকিতে চড়ে এলাকা ঘুরে ঘুরে দেখেন নববধু। বাসায় উপস্থিত শত শত মানুষের মাঝে মিষ্টি বিতরণ করার মধ্য দিয়ে পুত্র এবং পুত্রবধুর জন্য সকলের কাছে দোয়া এবং আশির্বাদ চান মেয়র সেলিম জাহাঙ্গীর ও মেয়র পতœী আলহাজ¦ ফাতেমা জাহাঙ্গীর। উল্লেখ্য, মেয়র সেলিম জাহাঙ্গীর ৩ ছেলে ও ১ মেয়ে। ইতোমধ্যে বড় ছেলে এবং মেয়েকে অনেক আগেই বিয়ে দিয়েছেন মেয়র দম্পত্তি। এবার বড় আয়োজন করে বিয়ে দিলেন আমেরিকা প্রবাসী মেঝ ছেলে ফিরোজ জাহাঙ্গীর রানাকে। রানা মূলত একজন সফ্টয়্যার ইঞ্জিনিয়ার। সে আমেরিকাস্থ বিজেআইটি কোম্পানিতে পরিচালক হিসেবে বিগত ৫ বছর কর্মরত রয়েছে। ইতোমধ্যে সে মার্কিন সরকারের গ্রীণ কার্ড লাভ করেছে। অপরদিকে পুত্রবধু আরিবা আলম ঢাকার বাসিন্দা কেএসআরএম গ্রæপ কোম্পানির জেনারেল ম্যানেজার নজরুল আলমের মেয়ে। আরিবার মাতা নাসরিন আলম। তাদের পরিবার ঢাকার গুলশানে বসবাস করেন। পুত্রবধু আরিবা পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। গত ১৪ মার্চ ঢাকায় বিয়ের কাজ সম্পন্ন হয়। এদিকে মেয়র পুত্র এবং পুত্রবধু হেলিকপ্টারে আসছে এমন খবর পেয়ে এলাকার শত শত মানুষ আগে থেকেই অবস্থান নেয় ফুটবল মাঠে। বাদ্যযন্ত্রের সাথে সাথে এলাকার মানুষও উষ্ণু অভ্যর্থনা জানান। অকৃত্রিম ভালোবাসা পেয়ে এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুত্র এবং পুত্রবধু। অত্র এলাকার কোন বিয়েতে এবারই প্রথম ব্যবহার করা হলো হেলিকপ্টার। এ জন্য মেয়র পুত্রের বিয়ে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।

যাযাদি/এসএস