ওসমানীনগরে অসহায় পরিবারকে ঘর তৈরি করে দিল 'বন্ধু মহল'

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ১০:০৩

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

প্রায় ছয় মাস পূর্বে ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের পুরকায়স্থপাড়া গ্রামের অশোক ধর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্কুল পড়ুয়া একমাত্র সন্তানকে নিয়ে বিপাকে পড়েন তার স্ত্রী।  

এদিকে জরাজীর্ণ ঘরের চালে অসংখ্য বড় বড় ছিদ্র হওয়ায় আসন্ন বৃষ্টি মৌসুমের কিভাবে ঘরে থাকবেন তা নিয়ে চিন্তার শেষ ছিলো না। এমন পরিস্থিতির কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সামাজিক সংগঠন 'বন্ধু মহল'।  সংগঠনের পক্ষ থেকে পুরাতন বসত ঘরটি ভেঙে লক্ষাধিক টাকা ব্যয়ে ২ কামরার নতুন ঘর তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। 

সংগঠনের সাথে জড়িত সবার সম্মিলিত প্রচেষ্ঠায় লক্ষাধিক টাকা ব্যয়ে নবনির্মিত ঘরটির চাবি শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি ও ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন।  এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র ধর রুনু। 

সাংবাদিক আনোয়ার হোসেন আনার সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রবাসী  ছাদিক আহমদ,  আব্দুল মুকিত, বন্ধু মহলের সাথে সংশ্লিষ্ট ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আবদুল মতিন, কোষাধ্যক্ষ কবির আহমদ ও কাজী আব্দুল মুমিন প্রমুখ। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান তার বক্তব্যে অসহায় ওই পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে একটি টিউবওয়েল প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। 

যাযাদি/ এসএম