মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
walton

ঐতিহ্যবাহী গাছা উচ্চ বিদ্যালয় ৭৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ১১:০০

ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গাছা উচ্চ বিদ্যালয়ের ৭৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ মোসাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন গাছা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ মহি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আদম আলী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ, মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,আওয়ামী লীগ নেতা মোঃ লিটন মোল্লা, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিৎ কুমার মল্লিক বাবু, মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু,গাছা থানা কৃষকলীগের সভাপতি শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পুষ্পাক আক্তার মায়া,সাবেক কাউন্সিলার রিনা হালিম, গাছা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ তাপস চন্দ্র গোপ, প্রভাষক মামুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন সরকার, গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম সফিক, রুবেল আহম্মেদ বেগ,আলা উদ্দিন আলা, গাছাথানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা, গাছা থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তা ইসলাম ইভা, আসমা খাতুন প্রমুখ।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে