কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মিলনমেলা

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ১৩:০৫

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা নাগরী ইউনিয়নস্থ কালব্ রিসোর্ট এন্ড কনভেনশন হলে এ বনভোজন অনুষ্ঠিত হয়। 

কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের পরিচালনায় আনুষ্ঠানিক পর্বে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, আনিসউজ্জামান কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মুর্শিদউজ্জামান, ট্রাস্টি ফারজীন নাওয়ার জামান, কালীগঞ্জ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজিদ প্রমুখ।

এ সময় কালব্ সেক্রেটারী মো. আরিফ মিয়া, কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম শোভন, সাংবাদিক আব্দুল গাফফার, আহাম্মদ আলী, কাজী ওমর ফারুক, খোরশেদ আলম, মনিরুল ইসলামসহ কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

দুপুরের মধ্যাহ্নভোজের পর কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা হয়। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বিকেলে যাদু শিল্পী আপন, নৃত্য শিল্পী এরিনা রোজারিও এবং সঙ্গীত শিল্পী অনুপ দে'র পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

যাযাদি/ এসএম