পাকুন্দিয়ায় চার মোটরসাইকেলসহ আটক ১
প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ১৩:২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরি হওয়া চারটি মোটরসাইকেলসহ একজন চোর আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের বোরহান উদ্দিন ( কাজল) এর ছেলে বিমুল অরফে বিপ্লব (৩২) কে নিজ বাড়ি থেকে চারটি মোটরসাইকেল সহ আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান বলেন, শনিবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানা অভিযান চালিয়ে চুরি যাওয়া চারটি মোটর সাইকেলসহ তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। পরে মোটর সাইকেল সহ আটককৃত ব্যক্তি মোটর সাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
যাযাদি/ এসএ,ম