বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ   

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ১৭:৫৫

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ মার্চ ) বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দিন লিংকন। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, বরুড়া থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি মোহাম্মদ আলী হোসেন মর্তুজা, বরুড়া পৌরসভার কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ খায়ের ইমাম চৌধুরী, আমান উল্লাহ আমান, মাইনুল হোসেন হেলাল, জসিম উদ্দিন চৌধুরী। 

বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবদুর রহমান, নতুন কারিকুলাম নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষ্মণ চন্দ্র পাল, কুহিনূর কবিতা, ওমর ফারুক, যোবায়ের হোসেন, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন।

অভিভাবক সমাবেশটি দুই পর্বে বিভক্ত ছিল, প্রথম পর্বটি নবম দশম শ্রেণির শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে সকাল ৯টায় শুরু হয়। দ্বিতীয় পর্ব অভিভাবক সমাবেশটি ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে দুপুর ২.৩০ মিনিটে শুরু হয়। 

সমাবেশে বক্তব্যে অতিথিরা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ নির্মানের ঘোষণা দিয়েছেন, একজন শিক্ষকের স্মার্ট হওয়ার পাশাপাশি প্রত্যেকটি শ্রেণির শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ছেলেমেয়েরা যেন নিয়মিত স্কুলে আসে এবং পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পায় সে বিষয়ে খেয়াল রাখার আহবান জানান। 
যাযাদি/ এম