থানচিতে বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ১৮:৩২

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানে থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।  থানচি সরকারী  উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজনের রবিবার ১৯ মার্চ সকাল ১০ টা  বিদ্যালয়ের অডিটরিয়ান হলে  এ পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয় । 

"শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনা বাংলাদেশ, শ্লোগানের গত ১২.১৩. ১৪ তিন দিন ব্যাপী বিদ্যালয়ের অধ্যায়নরত  শিক্ষার্থী বালক- বালিকাদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে বিদ্যালয়ের মাঠে   কবিতা,আবৃত্তি,নাচ,গান,চিত্রাঙ্কন,লমজাম, হাইজাম, দৌড়,বিস্কুট লড়াইসহ মোট ৪৮ টি আইটাইমের খেলাধুলা করে অংশগ্রহনকারী ও  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের  উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল জামান সঞ্চালনায় অনুষ্ঠানের প্রদান শিক্ষক নূর মোহাম্মদ সভাপতিত্ব করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া,সহকারী শিক্ষক শাহদাৎ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরুস্কার হাতে তুলে দেয়া হয়।
যাযাদি/ এম