মুন্সীগঞ্জে পুনাকের আয়োজনে অনাথ শিশুরা পেলো বই খেলো উন্নত খাবার

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ১৯:৩১

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মুন্সিগঞ্জে অনাথ শিশুদের মাঝে পুলিশ নারী কল্যান সমিতি ( পুনাক) এর উদ্যোগে বই বিতরণ ও উন্নত খাবারের আয়োজন করা হয়েছে। রবিবার দুপুরের জেলা শ্রীনগরের ভাগ্যকূলে সরকারি শিশু পরিবারে শিক্ষার্থীদের মাঝে "কিশোরদের বঙ্গবন্ধু" সম্পর্কিত বই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান আল মামুন।

পুলিশ নারী কল্যান সমিতির মুন্সিগঞ্জের সভানেত্রী আমিনা রহমান মুন্নীর সভাপতিত্বে অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ। অতিথিরা বঙ্গবন্ধু বিভিন্ন কার্যক্রম তুলে ধরে শিশুদের শিক্ষা অর্জন ও দেশ প্রেমে উদ্ধুদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরে পুলিশ নারী কল্যান সমিতির উদ্যোগে শিশু পরিবারের অর্ধশতাধিক অনাথ শিশুদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। শিশুদের সাথে খাবার অংশনেয় জেলা পুলিশের কর্মকর্তারা।

ব্যতিক্রম আয়োজনের জন্য পুলিশ নারী কল্যান সমিতির প্রতি ধন্যবাদ জানান কোমলমতি শিশুরা।

 

যাযাদি/এস এস