ফেনীতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রমজানে শ্রমিক ছাটাই বন্ধ ও বেতন বোনাস প্রদানের দাবীতে বিক্ষোভ

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ২০:০৯

ফেনী প্রতিনিধি

ফেনী জেলা হোটেল এন্ড সুইটমিটস শ্রমিক ইউনিয়ন ও ফেনী জেলা গৃহকর্মী শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে বিক্ষোভ মিছিল শেষে হোটেল শ্রমিক নেতা নুর উদ্দিনের সভাপতিত্বে এক শ্রমিক সমাবেশ অনুস্টিত হয়েছে। এতে  বক্তব্য রাখেন  ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এড. সমীর চন্দ্র কর।

ভাসানী স্মৃতি সংসদ ফেনীর সাধারণ সম্পাদক এড. মেজবাহ উদ্দিন মোর্শেদ। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ফেনীর সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ ফেনীর সভাপতি আব্দুল মতিন, দৃষ্টি প্রতিবন্ধী ও ক্ষুদা নিবারণ সমিতি ফেনীর সভাপতি নাসির উদ্দিন ভ‚ইঁয়া সবুজ, ফেনী জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন, সদস্য ফরিদ আহাম্মদ, নওসাদ হোসেন ও ফেনী জেলা গৃহকর্মী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতানা আক্তার বকুল প্রমূখ।

সভায় বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির তীব্র প্রতিবাদ জানান এবং রমজানে শ্রমিক ছাটাই বন্ধ করে শ্রমিকদের বেতন বোনাস প্রদানের দাবী জানান। শ্রমিক ছাটাই, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে  দিয়ে ফেনীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

 

যাযাদি/এসএস