কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২,আহত ১
প্রকাশ | ২০ মার্চ ২০২৩, ১৯:১২
ভাটিয়পাড়া-নড়াইল-খুলনা সড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা নামক স্থানে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট দুইজন নিহত।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার কালনা ফেরিঘাট থেকে আসা একটি অটো ভ্যানকে একই দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে মোঃ ইকরাম শেখ (৫৫) মারা যায়। ভ্যান যাত্রী শংকরপাশা গ্রামের খোরশেদ শেখের ছেলে মোঃ আহাদ শেখ (৪৫),একই গ্রামের বারিক শেখের ছেলে মোঃ চুন্নু শেখ(৪০) মারাত্মক আহত অবস্থায় কাশিয়ানী হাসপাতালে আনার পথে মোঃ আহাদ সরদার মারা যায়। অপর আহত চুন্নু শেখকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়,বালুবাহী ট্রাকগুলি অল্প বয়সী অদক্ষ চালকরা চালায় ফলে হরহামেশা এসব দূর্ঘটনা ঘটছে।
কাশিয়ানী থানার এস,আই দেওয়ান সাদেকুল ইসলাম এ প্রতিবেদককে ঘটানাটি নিশ্চিত করে বলেন, ট্রাকটি পিছন থেকে অটো ভ্যানটিকে চাপা দিলে এ দূর্ঘটনাটি ঘটে এবং দুইজন মানুষ অকালে প্রাণ হারালো।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, অবশ্যই আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
যাযাদি/এসএস