মৌলভীবাজারে বাল্য বিবাহ নিরোধে নাগরিক সংলাপ 

প্রকাশ | ২২ মার্চ ২০২৩, ১৭:৪৫

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

মৌলভীবাজারে বাল্য বিবাহ নিরোধ আইন সর্ম্পকে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে মহিলা অধিদপ্তর মৌলভীবাজার এর আয়োজনে প্লান বাংলাদেশের ও এফআইভিডিবি সিলেট এর সহযোগিতায় মহিলা অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। 

জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক শায়েদা আকতারের সভাপতিত্বে নাগরিক সংলাপে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,মৌলভীবাজার মহিলা চেম্বার কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি রোকেয়া মাহবুব চৌধুরী,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। 

অনুষ্ঠিত নাগরিক সংলাপে বাল্য বিবাহ নিরোধ আইন সর্ম্পকে কর্মপরিকল্পনা সম্পর্কে ফাওয়ার  পেয়ন্টে তথ্য উপাত্ত ও আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এফআইভিডিবির সিইএমবি প্রকল্পের সমন্বয়ক জাহেদ আহমদ। 

নাগরিক সংলাপে বক্তব্য রাখেন মহিলা উদ্যোক্তা শিরিন আকতার, শিক্ষক মাধুরী মজুমদার,হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, ব্র্যাক আইনি সহায়তা কর্মসুচির ব্যবস্থাপক বেলাল আহমদ, জেলা ব্যবস্থাপক নজরুল ইসলাম, কিশোর কিশোরী জোর বিষয়ক প্রতিনিধি খালেদা বেগম, সাংবাদিক জনি বেগম ,ইমাম নূরে আলম সিদ্দিকী, রাজনগর উপজেলা মহিলা বিষয়ক অফিসার মধুছন্দা দাস, কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার  প্রমুখ। 

বক্তারা নাগরিক সংলাপে বাল্য বিবাহরোদে বাল্য বিবাহ নিরোধ আইন  সম্পর্কে সকলের সম্মিলিত প্রচেষ্ঠা উপর গুরুত্বারোপ করেন। 

নাগরিক সংলাপে সরকারী কর্মকর্তা, নারী উদ্যোক্তাগন, নারী নেত্রী, শিক্ষক, ইমাম নিকাহ রেজিস্টার, আইনজীবি, সাংবাদিক, ছাত্র সহ বিভিন্ন পেশার লোকজন অংশ গ্রহন করে।
যাযাদি/ এম