রামচন্দ্রপুরহাটে বালাইনাশক ডিলারকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা
প্রকাশ | ২২ মার্চ ২০২৩, ২০:৪৪

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট সরদার পাড়ার বালাইনাশক ডিলার মেসার্স সাদ্দাম ট্রেডার্সের দোকানে অবৈধ এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।
বুধবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা খান এই দণ্ড প্রদান করেন।
সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সলেহ আকরাম জানান, বালাইনাশক ডিলার মেসার্স সাদ্দাম ট্রেডার্সের দোকানে অবৈধ এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি হচ্ছে বলে কৃষকের অভিযোগে জানা যায়।
এমন অভিযোগ পেয়ে আজ বুধবার বিকেল ৩টার দিকে ওই দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধ এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক পাওয়া গেলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ।
যাযাদি/ এম