হিজলায় প্রধানমন্ত্রীর উপহার জমি সহ ঘর পেল ১২৭ পরিবার

প্রকাশ | ২২ মার্চ ২০২৩, ২১:১৪

হিজলা প্রতিনিধি

বুধবার সকাল দশটায় সারা দেশ ব্যাপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে  ভ’মিহীন ও গৃহহীনদের একটি সুন্দর ঘরের স্বপ্ন পূরনের চতুর্থ ধাপে ৪০ হাজার পরিবারের মাঝে উপহার হস্তান্তর করেন। 

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালের হিজলায় প্রধানমন্ত্রীর উপহার জমি সহ ঘর তৃতীয় ধাপের অবশিষ্ট ৪৭ টি ও চতুর্থ ধাপের ৮০ টি মোট ১২৭ টি পরিবারকে জমির দলিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘরের চাবি ও জমির দলিল হস্থান্তর করলেন উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, থানা অফিসার ইনচার্জ ইউনুছ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী, হরিণাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈফিকুর রহমান সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব আল আজাদ জনি, প্রানী সম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান সহ উপজেলার সকল দপ্তরে কর্মকর্তাবৃন্দ।
যাযাদি/ এম