মাহফিলে বয়ান করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

প্রকাশ | ২৩ মার্চ ২০২৩, ০৯:৫৯

মৌলভীবাজার প্রতিনিধি
ফাইল ছবি

কুলাউড়ায় একটি ওয়াজ মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানরত অবস্থায় মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ইমাম। ওই ইমামের মৃত্যুতে পুরো এলাকায় মুসল্লি ও আলেমদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক আল মনসুরী (৬৫)। গত মঙ্গলবার রাত ১০টায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামে মসজিদে বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ পেশ করতে যান। 

বয়ান শুরু করে দূরুদ শরীফ পাঠ করা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে মাইক্রোফোনের উপর পড়ে যান। সবাই কোনোকিছু বুঝে ওঠার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

এই আলেমের আকস্মিক মৃত্যুতে পুরো কুলাউড়ায় শোকের ছায়া নেমে এসেছে। 

ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  ওনার গ্রামের মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে ওই আলেম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন, ওয়াজ শুরুর মিনিট দুয়েকের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে তিনি নিজে ওই আলেমকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

যাযাদি/ এস