ভেড়ামারায় ৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশ | ২৩ মার্চ ২০২৩, ১০:৩০

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
ছবি-যাযাদি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বুধবার (২২মার্চ-২০২৩খ্রি.) দৃপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিধান ৪৮ হাইব্রিড ধানের বীজ ও উফশী পাটের বীজ ও সার বিতরণ করা হয়।

 উপজেলা কৃষি অফিস চত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আকতারুজ্জামান মিঠু। উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ ফেরদৌস ও অনুশ্রী দেবনাথ প্রমুখ। 

মোট ৪ হাজার কৃষকের মধ্যে ৩ হাজার কৃষককের প্রত্যেককে ১কেজি করে বিআরআই তোষা-৮ জাতের পাটের বীজ এবং ১ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে বিধান-৪৮ জাতের ধানের বীজ এবং সবাইকে ১০ কেজি করে এমওপি এবং ১০ কেজি করে বিওপি সার বিতরণ করা হয়। 

যাযাদি/ এস