বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে দুইটি বসত-বাড়ী ভাংচুর, অসহায় পরিবার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৩, ১৯:২৫

বগুড়ার শাজাহানপুরে পৃথক দুটি ঘটনায় মুনসেফপুর গ্রামে সায়েদুল হক সোহেল (৪৪) এবং বড় চান্দাই গ্রামে নজরুল ইসলাম (৩৫) এর বাড়ীঘর ও ইটের প্রাচীর ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে করে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সহ অসহায় হয়ে পড়েছে ভুক্তভোগী ঐ পরিবারগুলো।

বৃহঃবার এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানাযায়, দুটি ঘটনাই জমিজমা বিরোধিতার জের ধরে ঘটেছে।

অভিযোগে বলা হয়- দীর্ঘদিন যাবত দুজনেই বাড়ীঘর নির্মান করে বসবাস করে আসছে। এমতাবস্থায় কয়েকদিন যাবত তাদের জমির অংশ দাবী করছে প্রতিবেশীর কয়েকজন।

এরই ধারাবাহিকতায় দলবল নিয়ে এসে তারা বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ও ইটের প্রাচীর ভাংচুর করে। এতে করে নিরাপত্তাহীনতা সহ অসহায় হয়ে পড়েছে পরিবারগুলো।

এবিষয়ে ভুক্তভোগী সোহেল ও নজরুল জানান, জমি যদি সে পায়, তবে তার জন্য আইন আদালত আছে। কিন্তু এভাবে হামলা করে বসতবাড়ি ভাংচুর করায় আইনের প্রতি তারা অবহেলা করছেন।

আর এর ফলে তিনি পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন। এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার এসআই মিজান বলেন, এসব ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে