বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট শীর্ষক সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৩, ১৯:৪০

গাজীপুরে আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় গাজীপুর সিটি কর্পোরেশনে বাস্তবায়িতব্য প্রকল্প সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গাজীপুর সিটির বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা ছাড়া প্রকল্প অংশ পরিদর্শণ নিয়ে আলোচনা করা হয়।

গাজীপুর সিটির নগর ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

এতে প্রধান অতিথি ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল)মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট’র প্রকল্প পরিচালক মোঃ গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট’র প্রকল্প পরিচালক মোঃ গোলাম মোস্তফা বলেন, নাওজোড় কাশিমপুর রাস্তায় তুরাগ নদীর উপর ৩টি ব্রীজ, জয়দেবপুর রেলক্রসিং এর উপর ফ্লাইওভারসহ অন্যান্য ড্রেন ও পানি সরবরাহ বিষয়ক উপ প্রকল্প বাস্তবায়ন বিষয়ক আলোচনা হয়। সার্ভের কাজ চলমান আছে। প্ল্যান ডিজাইন প্রণয়ন করে অতি দ্রæত দরপত্র আহবান করা হবে।

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল), প্রকল্প পরিচালক, উপ প্রকল্প পরিচালক, পরামর্শকগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তা প্রজেক্টসাইট পরিদর্শন করেন। যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে