শার্শায় মাসব্যাপী ইফতার ও সেহেরির আয়োজন করেছেন উদ্ভাবক মিজান

প্রকাশ | ২৪ মার্চ ২০২৩, ২১:৫০

শার্শা (যশোর) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে  যশোরের শার্শায় মাসব্যাপী ইফতার ও সেহেরীর আয়োজন করেছেন দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান। 

শার্শার শ্যামলাগাছী হযরত শাহজালাল (রাহ:) ফ্রি মডেল মাদরাসা ও এতিমখানায় এই কর্মসূচির আয়োজন করা হয়। 

প্রতি বছরের ন্যায় এবারও প্রথম রোজা থেকে মাসব্যাপী এই ইফতার কর্মসূচির উদ্বোধন করেন তিনি।দেশ সেরা উদ্ভাবক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যশোর জেলা সভাপতি মিজানুর রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমার স্বপ্নের মাদরাসা ও এতিমখানায় রোজাদারদের জন্য ইফতারের আয়োজনের পাশাপাশি সেহরি করার ব্যবস্থা করা হয়েছে। 

এছাড়াও শার্শা উপজেলা সহ আশেপাশের বিভিন্ন উপজেলায় রাস্তাঘাটে ছিন্নমূল মানুষ, পথ শিশু, ভবঘুরে, পাগল ও ভিক্ষুকদের  মাঝে ইফতার বিতরণ অব্যাহত থাকবে। 

শুক্রবার বিকালে শ্যামলাগাছী হযরত শাহজালাল (রাহ:) ফ্রি মডেল মাদরাসা ও এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

যাযাদি/ এসএম