দৌলতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রশাসনের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ | ২৬ মার্চ ২০২৩, ১২:২৪

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা  প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায়  ২৬ মার্চ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত হয়েছে। 

আজ রবিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা ,সুর্যোদয়ের সাথে সকল সরকারি,আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন । সকাল ৮ টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে  উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ,স্থানীয় সংসদ সদস্য,, হাসপাতাল,ছাত্রলীগ,সরকরি কলেজ,সরকারি পি,এস উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়,দৌলতপুর প্রেসক্লাব,সেচ্ছাসেবক লীগ,সহ সামাজিক সংগঠন   বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন । 

 এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা,দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম মোল্যা, ওসি তদন্ত রনজিৎ সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আজিজুল হক, সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস,উপজেলা ভাইস-চেযারম্যান নাসির উদ্দিন আবুল,কৃষি কর্মকর্তা রেজাউল হক, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা শাহ আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ইমদাদুর রহমান তালুকদার, শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ,উপজেলা সহকারী প্রোগ্রামার/আইসিটি কর্মকর্তা রনজিৎ মন্ডল, সাব-রেজিস্টার উপমা নাগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব:) নুরুল হক,বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা  আব্দুর রাজ্জাক মোল্যা, সরকরী মতিলাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, সরকারি পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান এ্যাড: ইদ্রিস আলী,ইউপি চেয়ারম্যান আয়ুব আলী মন্ডল,ইউপি চেযারম্যান বেলায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ সরকারি/বেসরকারি কর্মকর্তাগণ।


যাযাদি/ এস