র্যাবের হাতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশ | ২৭ মার্চ ২০২৩, ১০:৫১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একাধিক হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিন (৩৪) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রোববার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তীতে এ তথ্য জানান, র্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া) আফসান আল আলম।
শনিবার রাত সোয়া ২ ঘটিকার সময় তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন ভানুগাছ লংগুরপাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিন কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সাইটুলা এলাকার বাসিন্দা কাছুম আলীর পুত্র। তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দুটি হত্যা মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
এছাড়াও শ্রীমঙ্গল থানার ২০১৩ সালের অপর একটি হত্যাচেষ্টা মামলায় উক্ত আসামীকে বিজ্ঞ আদালত ০৫(পাঁচ) বছরের সাজা ও ১০,০০০(দশ হাজার টাকা) জরিমানা প্রদান করেছিলেন। সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
যাযাদি/ এসএম