শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চরভদ্রাসনে স্বাধীনতা দিবসে পুরস্কার বিতরণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৩, ১১:১০

ফরিদপুরের চরভদ্রাসনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সদর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার বিএস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত ক্লাবে প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে প্রধান অতিথি হিেিসবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাউছার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: খাইরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, ইউপি চেয়ারম্যান আজাদ খান ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, প্রধান শিক্ষক শিরিন সুলতানা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার।

অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত প্রতিযোগীতায় বিজয়ীদের মঝে পূরুস্কার দেওয়া হয়। এর পূর্বে দিবসটি উপলক্ষে স্বাধীনতা চত্বরে সকাল ৯ টায় উপজেলা প্রশাসন, ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য প্রতিনিধি, উপজেলা পরিষদ, চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, চরভদ্রাসন সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন সংগঠন পুস্প স্তবক অর্পন করেন। এছাড়া চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,সালাম গ্রহন, পুলিশ,আনসার,ফায়ার সার্ভিস ও রোভার স্কাউট এর সমন্বয়ে কুজকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের পাশাপাশি সারা দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয় মহান স্বাধীনতা দিবস।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে